করোনার মাঝে অসৎ গোষ্ঠী লুণ্ঠনে ব্যস্ত —চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নাছির উদ্দিন বলেছেন, দেশের মানুষ এখন খুব খারাপ সময় অতিবাহিত করছে। কিন্তু এই সময়ে মানুষকে বিপদে ফেলে কিছু অসৎ গোষ্ঠী সিন্ডিকেট বিভিন্ন ধরনের লুণ্ঠনে ব্যস্ত। এরা সরকার জনগণের শত্রু। তাদেরকে প্রশাসনিকভাবে মোকাবেলা করতে হবে। গতকাল চট্টগ্রামের নিমতলা থেকে পোর্ট কানেকটিং সড়কের চলমান উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শনকালে মেয়র কথা বলেন।

চসিক মেয়র বলেন, যারা দৃশ্যমান শত্রু তাদের ঘায়েল করার ক্ষমতা সরকার জনগণের আছে। তাই শত্রুকে নির্মূল করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে নিমতলা পোর্ট কানেকটিং রোড গুরুত্বপূর্ণ। সড়ক দিয়েই বন্দর থেকে প্রতিদিন পণ্য বা কনটেইনারবাহী গাড়ি ঢাকাসহ দেশের নানা প্রান্তে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে বেহাল সড়কের কারণে পণ্য পরিবহনে দুর্ভোগ হয়রানি পোহাতে হচ্ছে। ছয় লেনবিশিষ্ট পোর্ট কানেকটিং রোডের উন্নয়নকাজ এখন প্রায় শেষ পর্যায়ে। এটি বাস্তবায়িত হলে বন্দরের পণ্য পরিবহনে গতিশীলতা ফিরে আসবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন