নিলুফার মঞ্জুরের মৃত্যুতে বিল্ড সিইওর শোক

নিজস্ব প্রতিবেদক

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বেসরকারি খাতের থিংকট্যাংক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির সিইও ফেরদৌস আরা বলেন, বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখা শ্রেষ্ঠ নারীদের একজন নিলুফার মঞ্জুর। শিক্ষা খাতে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বিল্ড। 

নিলুফার মঞ্জুরে গতকাল সোমাবর দিবাগত রাত ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্বামী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীও কভিড-১৯ আক্রান্ত। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিলুফার মঞ্জুর রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন তিনি। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত। তার বাবা ডা. মফিজ আলী চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ১৯৭২ সালের মন্ত্রিসভার সদস্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন