করোনা আক্রান্ত ব্যাংকারের চিকিৎসার ভার ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন ব্যাংকাররা। পরিস্থিতিতে ব্যাংকারদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংকগুলো। কর্মরত ব্যাংকারদের করোনা সংক্রমণসহ যেকোনো ধরনের অসুস্থতায় চিকিৎসার ব্যয় ব্যাংকগুলো বহন করবে বলে ঘোষণা দিয়েছে। আর ভাইরাসটির সংক্রমণে কোনো ব্যাংকারের মৃত্যু হলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতিও এসেছে। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

গতকাল সকাল ১০টায় টেলিকনফারেন্সের মাধ্যমে বিএবির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সভার আয়োজন করেন। সভার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ব্যাংক কর্মকর্তারা নিজের পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য ব্যাংকিং কার্যক্রম সচল রাখার কোনো বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকাররা যে ঝুঁকি নিচ্ছেন, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক। এজন্য ব্যাংক কর্মকর্তাদের যে কোনো অসুস্থতা অথবা নভেল করোনাভাইরাস সংক্রমণ হলে প্রত্যেকটি ব্যাংক নিজ কর্মকর্তার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কেউ সংক্রমিত হয়ে কোনো দুর্ঘটনার শিকার হলে ওই কর্মকর্তার পরিবারকে নিজ নিজ ব্যাংক সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

নজরুল ইসলাম মজুমদার বলেন, বিএবির নির্বাহী কমিটির সভায় দেশের সব বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের অংশগ্রহণ রয়েছে। সে হিসেবে দেশের সব বেসরকারি ব্যাংক তাদের কর্মকর্তাদের বিষয়ে বিএবির সিদ্ধান্ত অনুযায়ী উদ্যোগ নেবে বলেই আমরা মনে করি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন