প্রতি উপজেলায় অন্তত দুজনের করোনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পরিধি বাড়ানো হচ্ছে। এখন থেকে প্রতিদিন দেশের প্রতিটি উপজেলা থেকে অন্তত দুজনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গেে একদিনে অন্তত এক হাজার নমুনা পরীক্ষার নির্দেশনাও দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিক্যাল স্টোরেজ ডিপো-র (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ।

ব্রিফিংয়ে তিনি বলেন, আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আইইডিসিআরের মহাপরিচালক মহোদয় ঢাকাসহ প্রত্যেকটি বিভাগের পরিচালক মহোদয় এবং সকল সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন যেন, আজ থেকে প্রত্যেকটি উপজেলা থেকে অন্তত দুজনে নমুনা পরীক্ষা করা হয়।

আজকের মধ্যে অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করার লক্ষ্যমাত্রাও দেয়া হয়েছে নির্দেশনায়। আগামীকাল সেই নমুনাগুলো পরীক্ষা করার কথা বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন