ভ্যালের আকরিক লোহা উত্তোলন ২১.৫% কমেছে

বিশ্বের শীর্ষ আকরিক লোহা ও নিকেল উত্তোলনকারী ব্রাজিলের কোম্পানি ভ্যালে। বাঁধ দুর্ঘটনা ও প্রতিকূল আবহাওয়ার জেরে ২০১৯ সালে কোম্পানিটির আকরিক লোহা উত্তোলন ২০ শতাংশের বেশি কমেছে। সম্প্রতি ভ্যালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর কিটকো নিউজ।

ভ্যালের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে কোম্পানিটি সব মিলিয়ে ৩০ কোটি ২০ লাখ টন আয়রন ওর ফাইন উত্তোলন করেছে, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ কম। একই সময়ে আয়রন ওর প্লেট উত্তোলন করেছে ৪ কোটি ১৮ লাখ টন, আগের বছরের তুলনায় যা ২৪ দশমিক ৪ শতাংশ কম।

গত বছরের জানুয়ারির শেষ দিকে ব্রাজিলের দক্ষিণ-পূর্বে মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ব্রুরুমাদিনহো এলাকায় ভ্যালের একটি বাঁধ ধসে পড়ে। এ দুর্ঘটনায় কোম্পানিটির ২৫০ শ্রমিকের মৃত্যু হয়। ওই সময় খনিজ উত্তোলনসহ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখতে বাধ্য হয় কোম্পানিটি, যা বিদায়ী বছরে ভ্যালের আকরিক লোহা উত্তোলন মারাত্মকভাবে ব্যাহত করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন