কনোড়ের নিলামে চায়ের দামে নতুন রেকর্ড

বণিক বার্তা ডেস্ক

 দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা কনোড় চা উৎপাদন বিপণনের জন্য পরিচিত কনোড়ের সর্বশেষ নিলামে চায়ের দামে নতুন রেকর্ড হয়েছে পানীয় পণ্যটির দাম উঠেছে কেজিপ্রতি ৩৭৭ রুপিতে (ভারতীয় মুদ্রা) খবর বিজনেস লাইন

কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশনের (সিটিটিএ) তথ্য অনুযায়ী, সর্বশেষ অনুষ্ঠিত চলতি মৌসুমের ষষ্ঠ নিলামে প্রতি কেজি চায়ের (অর্থোডক্স ব্রোকেন গ্রেড) সর্বোচ্চ দাম ৩৭৭ রুপিতে উঠেছে স্থানীয় হোমডেল টি ফ্যাক্টরির সরবরাহ করা চা রেকর্ড দামে কিনেছে মুম্বাইভিত্তিক টি ব্রোকার ভোরা অ্যান্ড সন্স

হোমডেল টি ফ্যাক্টরির ব্যবস্থাপনা অংশীদার রমণ মেনন বলেন, ২০১৮ সালে কনোড়ের নিলামঘরে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ৩২১ রুপি উঠেছিল এর পর থেকে আর এখানকার নিলামে এত বেশি দামে চা বিক্রি হয়নি এবারের মৌসুমে চায়ের সর্বোচ্চ দামে নতুন রেকর্ড হয়েছে দাম উঠেছে কেজিপ্রতি ৩৭৭ রুপিতে আমাদের ফ্যাক্টরির ৭১ বছরের ইতিহাসে এত দামে চা বিক্রির ঘটনা আগে ঘটেনি

এদিকে সর্বশেষ নিলামে একই প্রতিষ্ঠানের সরবরাহ করা অর্থোডক্স রেড ডাস্ট গ্রেডের প্রতি কেজি চা ৩৬৬ রুপিতে বিক্রি হয়েছে মানের চা কিনেছে কলকাতার জেইন টি করপোরেশন রমণ মেনন জানান, ১৯৪৯ সালে কার্যক্রম শুরুর পর এটাই প্রতিষ্ঠানটির সরবরাহ করা চায়ের দ্বিতীয় সর্বোচ্চ দাম তবে কনোড়ের সর্বশেষ নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়িয়েছে ৮১ রুপিতে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন