১২ দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে সনদ দিয়েছে এনএসডিএ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গতকাল ১২টি স্থানীয় দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে সনদ প্রদান করেছে। রাজধানীর এনএসডিএ সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে এ সনদ তুলে দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।

সনদপ্রাপ্ত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে চট্টগ্রামের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল, এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, এমসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শামসুননাহার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এমএ আইটি ট্রেনিং সেন্টার পতেঙ্গা, গাওসুল আজম মাজভাণ্ডারী টেকনিক্যাল ইনস্টিটিউট, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম, পাবনার পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার ও ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুল।  —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন