নিকেলের টন ১৩ হাজার ডলারের নিচে নেমেছে

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে নিকেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১৩ হাজার ডলারের নিচে নেমে এসেছে। মূলত চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চাহিদা কমার শঙ্কা ধাতুটির দরপতনের বড় কারণ বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর মেটাল বুলেটিন।

এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল ১৪ হাজার ২৮৫ ডলারে বিক্রি হয়েছিল। এরপর ধাতুটির দামে উত্থান-পতন বজায় ছিল। চলতি বছরের প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ১৪ হাজার ৭০ ডলারে বিক্রি হয়েছিল।

উত্থান-পতনের ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেলের দাম ১৩ হাজার ৬৭০ ডলারে নেমে আসে। ১৬ জানুয়ারি ধাতুটির দাম ফের টনপ্রতি ১৪ হাজার ২৮৫ ডলারে উন্নীত হয়। এরপর ক্রমাগত কমেছে নিকেলের দাম।

২৪ জানুয়ারি এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল ১২ হাজার ৯৮০ ডলারে বিক্রি হয়েছে। গত এক মাসের মধ্যে এটাই নিকেলের সর্বনিম্ন দামের রেকর্ড। আগের কার্যদিবসে ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ১৩ হাজার ২৯০ ডলারে বিক্রি হয়েছিল। করোনাভাইরাসের কারণে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা কমে যেতে পারে, এমন আশঙ্কা ব্যবহারিক ধাতুর বাজারে নিকেলের দাম কমাতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন