বিলম্বে বৃষ্টির পূর্বাভাসে উদ্বিগ্ন ভারতের এলাচ চাষীরা

বণিক বার্তা ডেস্ক

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এবারের গ্রীষ্মে দেরিতে বৃষ্টিপাতের পূর্বাভাস কেরালার এলাচ চাষীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পূর্বাভাস অনুসারে এপ্রিলের আগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যে কারণে পরবর্তী ফলন মৌসুম নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এলাচ চাষীরা। খবর বিজনেস লাইন।

জানুয়ারি, ফেব্রুয়ারি মার্চ তিন মাস বৃষ্টি না হলে এলাচ গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। স্বাভাবিক ফসলের জন্য সাধারণত ফলন মৌসুমে প্রতি মাসে অন্তত একবার বৃষ্টিপাত প্রয়োজন।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বাজার মনোভাব দামের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।  উত্তর ভারতে সর্বশেষ নিলামে ৬১ টন এলাচ বিক্রি হয়। কেজিপ্রতি গড় দাম ছিল হাজার ৬৬৩ রুপি (ভারতীয় মুদ্রা)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন