বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয় সম্ভাবনার দেশ —পররাষ্ট্রমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, ল্যান্ড অব অপরচুনিটির (সম্ভাবনার) দেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল বিকালে সিলেট সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। সরকারের এক বছর পূর্তিতে গত এক বছরে নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিলেট-১ আসনের এ সংসদ সদস্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের অর্থ বরাদ্দ হয়ে গেছে। মাস দুয়েকের মধ্যে এর টেন্ডার হবে এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুতই শুরু হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজের অগ্রগতিও অনেক ভালো। আশা করি সিলেট-ঢাকা সরাসরি রুট চালু করা যাবে। এ জানুয়ারিতেই তা চালুর চেষ্টা করছি।

সংবাদ সম্মেলনকালে সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিনসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন