মোগাদিসুতে গাড়িবোমা হামলায় নিহত অন্তত ৬১

বণিক বার্তা ডেস্ক

 সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে গাড়িবোমা হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৬১ জন মারা গেছেন গতকাল স্থানীয় সময় সকালে ঘটা ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন লোক হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি খবর রয়টার্স

আমিন অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠাতা আব্দিকাদির আব্দিরাহমান হাজি আদেন জানিয়েছেন, এখন পর্যন্ত ৬১ জনের মরদেহ পাওয়া গেছে এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন তিনি বলেন, হতাহতের সংখ্যা আরো বেশি মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছি

১৯৯১ সালে সেনা শাসনের অবসান হওয়ার পর থেকে সোমালিয়ায় সহিংসতা অস্থিতিশীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট মোহামেদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হলে দেশটির বিভিন্ন গোষ্ঠী হানাহানিতে জড়িয়ে পড়ে এতে সোমালিয়া একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ২০১২ সালে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়

আল কায়দাসংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিগোষ্ঠীকে ঘটনার জন্য দায়ী মনে করা হচ্ছে সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে উত্খাতে আফ্রিকান জঙ্গিগোষ্ঠী প্রায়ই ধরনের হামলা চালায়

এর আগে ২০১৭ সালের অক্টোবরে মোগাদিসুতে আল শাবাবের চালানো বোমাভর্তি গাড়ি হামলায় প্রায় ৬০০ জন মারা গিয়েছিল

বিস্ফোরণের পর পরই কাছাকাছি এলাকার বাসিন্দা সাবদৌ আলী ঘটনাস্থলে পৌঁছান তিনি সে সময় ১৩ জন নিহতের খবর নিশ্চিত করেছিলেন তিনি বলেন, বিস্ফোরণের বিকট শব্দ শুনে আমি তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসি

সাবদৌ আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি অসংখ্য আহত ব্যক্তি সাহায্যের জন্য কাতরাচ্ছে কিন্তু পুলিশ তখনই গুলি ছোড়া শুরু করে এবং আমি দ্রুত বাড়ি ফিরে আসি

আরেক প্রত্যক্ষদর্শী আহমেদ মোয়ালিম ওয়ারসেম বলেন, বিস্ফোরণটি ছিল ভয়াবহ আমি ২২টি মরদেহ গুনেছি নিহতদের সবাই বেসামরিক নাগরিক ৩০ জনের বেশি আহত হয়েছেন

আহতদের অনেককে কাছাকাছি মদিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে

ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোগাদিসুর মেয়র ওমর মাহমুদ জানান, সরকার নিশ্চিত হয়েছে বিস্ফোরণে অন্তত ৯০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী

হামলার বিস্তারিত হতাহতের সংখ্যা নিয়ে তাত্ক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন