ফসলের উৎপাদনশীলতা বাড়াচ্ছে অ্যাপভিত্তিক কৃষি সেবা

সাইদ শাহীন

আর্দ্রতা-খরা বা আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের বালাই আক্রমণ করতে পারে সে বিষয়ে ঘরে বসেই তথ্য পাচ্ছেন কৃষক। ফসলের উৎপাদন কখন কী পর্যায়ে রয়েছে, কী ধরনের পরিচর্যা জরুরি, সে নির্দেশনাও চলে যাচ্ছে কৃষকের সেলফোনে। প্রতিকূল পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, সেটিও জেনে নিতে পারছেন তারা। সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পোকার আক্রমণ থেকে ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি কমছে। এতে ফসলের উৎপাদনশীলতা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ছে। অ্যাপস পরিচালনাকারী সংস্থাগুলোর জরিপেই তথ্য উঠে এসেছে।

সরকারি বেসরকারিভাবে দেশে কয়েকশ কৃষিভিত্তিক মোবাইল অ্যাপস চালু রয়েছে। এর মধ্যে অন্যতম হলো কৃষি বাতায়ন, ফসলী, রাইস নলেজ ব্যাংক, কৃষি প্রযুক্তি ভাণ্ডার কৃষকের জানালা। এসব অ্যাপসের মাধ্যমে দেশের ৪০ লাখের বেশি কৃষক সরাসরি সেবা নিচ্ছেন। এছাড়া পরোক্ষভাবে আরো কয়েক লাখ যুক্ত থাকছেন। এসব অ্যাপ থেকে সঠিক সময়ে সঠিক তথ্যপ্রাপ্তিতে কৃষকের দক্ষতা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ফসলের উৎপাদনশীলতাও।

কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুলের সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান বলেন, কৃষি বিষয়ে আগাম সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণের পরামর্শ কৃষকের জন্য খুবই প্রয়োজন। কী ধরনের সার অন্যান্য উপকরণ দিতে হবে, সে বিষয়ে কার্যকর তথ্য সঠিক সময়ে দেয়া দরকার। সঠিক রোগ জানা থাকলে সহজেই কার্যকর ওষুধ দেয়া সম্ভব হয়। এতে কৃষকের খরচ কমে। মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশের কৃষকরা সহজেই সব ধরনের সেবা পাচ্ছেন। সামনের দিনগুলোয় অ্যাপভিত্তিক আরো বেশি সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। কারণ কৃষি সেবার এসব অ্যাপ কৃষকের দক্ষতা যেমন বাড়াচ্ছে, সেই সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

কৃষি বাতায়ন: কৃষি সেবা সহজে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে কৃষি বাতায়ন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি চালু করা হয় এটি। কৃষি বাতায়নে নিবন্ধিত যেকোনো কৃষক ৩৩৩১ নম্বরে ফোন করে তাদের সমস্যার কথা জানাতে পারছেন। প্রথমেই কলটি তার ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তার মোবাইল ফোনে পৌঁছে যাচ্ছে। পরবর্তী সময়ে তা চলে যাচ্ছে কৃষি কর্মকর্তা কিংবা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে। কৃষকের সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় সমাধান দিচ্ছেন তারা।

ফসলী

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন