২০২৪ সাল নাগাদ ইন্দোনেশিয়ায় ইস্পাতের চাহিদা দ্বিগুণ হবে

বণিক বার্তা ডেস্ক

নির্মাণ শিল্প অটোমোটিভ খাতে তেজীভাবের জেরে ২০২৪ সাল নাগাদ ইন্দোনেশিয়ায় ইস্পাতের চাহিদা ৫০ দশমিক শতাংশ বেড়ে কোটি ২৭ লাখ টনে পৌঁছবে। ২০১৮ সালে দেশটিতে ধাতুটির চাহিদা ছিল কোটি ৫১ লাখ টন। ইন্দোনেশিয়ান আইরোন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সম্প্রতি তথ্য নিশ্চিত করেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

প্রতিষ্ঠানটি জানায়, সময় দেশটির নির্মাণ খাতে ধাতুটির চাহিদা সর্বাধিক বাড়বে। দশমিক শতাংশ প্রবৃদ্ধির ভিত্তিতে ইস্পাতের অভ্যন্তরীণ চাহিদা বাড়তে পারে শতাংশ।

দেশটির কো-অর্ডিনেটিং মিনিস্ট্রি ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, আগামী বছর ইন্দোনেশিয়ার নির্মাণ শিল্পে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে দশমিক ৭২ শতাংশ। সময় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াতে পারে দশমিক থেকে দশমিক শতাংশ।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটিতে লং স্টিল প্রডাক্টের চাহিদা আগের বছরের তুলনায় দশমিক শতাংশ বেড়ে ২৯ লাখ টনে উন্নীত হয়েছে। এর মধ্যে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন ১১ দশমিক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ টনে। এদিকে বাড়তি উৎপাদনের জেরে সময় দেশটিতে পণ্যটির আমদানি কমেছে।

বছরের প্রথমার্ধে ইন্দোনেশিয়া সব মিলিয়ে ১০ লাখ টন ইস্পাত আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় দশমিক শতাংশ কম। এছাড়া অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় একই সময় দেশটি থেকে পণ্যটির রফতানি দ্বিগুণ কমে লাখ ১৯ হাজার ৬৭৭ টনে নেমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন