আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলন শুরু

ডায়ালাইসিসের তুলনায় কিডনি প্র্র্র্র্র্র্র্রতিস্থাপন বেশি কার্যকর

নিজস্ব প্রতিবেদক

ডায়ালাইসিসের তুলনায় কিডনি প্রতিস্থাপন সহজ। পাশাপাশি পদ্ধতির কার্যকারিতাও বেশি। গতকাল রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে শুরু হওয়া আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলনে এমন অভিমত জানান গবেষকরা। কিডনির উন্নত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দুদিনের সম্মেলনের আয়োজন করেছে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার। এতে অংশ নিচ্ছেন দেশী-বিদেশী গবেষকরা।

সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির (আইএসএন) সভাপতি অধ্যাপক ডা. বিবেকানন্দ ঝাঁ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসাসেবায় অসামান্য অবদানের জন্য গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ইমেরিটাস অধ্যাপক ডা. সৈয়দ আনোয়ারুল হাফিজ, নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল আমিন, চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন এবং কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুল আলমকে গণস্বাস্থ্য কেন্দ্র স্বর্ণপদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মতিউর রহমান বলেন, ডায়ালাইসিস নেয়া কিডনি রোগীদের তালিকা তৈরি করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে এসব রোগীকে কিডনি প্রতিস্থাপনের আওতায় এনে পরবর্তী সেবাও নিশ্চিত করতে হবে। কিন্তু বাংলাদেশে আইনের সংকীর্ণতার ফলে অঙ্গ-প্রত্যঙ্গ দানের অভাবে সৃষ্ট জটিলতায় প্রয়োজনীয় সংখ্যক কিডনি সংযোজন বা প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না। 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, কিডনি রোগের ব্যাপারে আমরা এখনো খুব বেশি ভালো অবস্থানে আসতে পারিনি।

সম্মেলনে কিডনি রোগের আধুনিক চিকিৎসা, হেমোডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট ইত্যাদি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী আয়োজনে দেশ-বিদেশের দুই শতাধিক কিডনি বিশেষজ্ঞ, নার্স, বায়োমেডিকেল প্রকৌশলী অংশ নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন