বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান

পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়েস্ট টেকনোলজিস এলএলসি। ২৫ নভেম্বর প্রবাসী বিজ্ঞানী ও ওয়েস্ট টেকনোলজিসের সিইও ড. মঈনউদ্দিন সরকার ও ড. আনজুমান বেগম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাত্কালে এ আশাবাদ ব্যক্ত করেন।       

সাক্ষাত্কালে তারা বাংলাদেশের পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন। আলাপকালে প্রতিনিধি দল জানায়, তাদের বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে উপাদানের ওপর ভিত্তি করে বর্জ্যকে আলাদা করে ফেলা হয় এবং পরে সেগুলো ব্যবহার করা হয়।

এ সময় সিরাজুল ইসলাম বিডার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দূষণমুক্ত পরিচ্ছন্ন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবসময় বিনিয়োগকারীদের পাশেই আছে বিডা। এতে আরো উপস্থিত ছিলেন ডেনিম গ্রুপের চেয়ারম্যান ড. নিয়ামুল বসির ও বিডার নির্বাহী পরিষদের সদস্য নাভাস চন্দ্র মণ্ডল।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন