মূল পর্বে ইংল্যান্ড-ফ্রান্স

আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ১০০০তম ম্যাচটি দারুণভাবে উদযাপন করল ইংল্যান্ড বৃহস্পতিবার মন্টেনেগ্রোকে - গোলে বিধ্বস্ত করে ২০২০ ইউরোর মূল পর্বে জায়গা করে নিল থ্রি লায়ন্সরা এদিন মলদোভাকে - গোলে হারিয়ে মূল পর্বে ইংল্যান্ডের সঙ্গী হয়েছে ফ্রান্সও

অধিনায়ক হ্যারি কেনের হ্যাটট্রিকে ভর দিয়ে বড় জয় পায় ইংল্যান্ড প্রথমার্ধেই গোলগুলো করেন টটেনহাম স্ট্রাইকার ১১ মিনিটে ইংল্যান্ডের হয়ে গোলের খাতা খুলেছেন অবশ্য লিভারপুল তারকা অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন ১৮ ২৪ মিনিটে গোল করে ব্যবধান - করেন কেন ৩০ মিনিটে মার্কাস র্যাশফোর্ডও গোলচার্টে নাম লেখান ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কেন

৬৬ মিনিটে একটি গোল উপহার পায় ইংল্যান্ড আত্মঘাতী গোল করেন মন্টেনেগ্রোর আলেক্সান্দার সোফ্রানাক ৮৪ মিনিটে ইংল্যান্ডের হয়ে সপ্তম গোলটি করেন চেলসি ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম, এটি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোল গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে মূল পর্বের টিকিট পেল ইংল্যান্ড কসোভোকে - গোলে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছে চেক রিপাবলিকও (১৫ পয়েন্ট)

এইচ গ্রুপে মাঠে নামার আগেই ফ্রান্স জানতে পারে, তারা মূল পর্বে উঠে গেছে তুরস্ক ঘরের মাঠে আইসল্যান্ডের সঙ্গে ড্র করায় টিকিট নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের, সেসঙ্গে তুরস্কেরও রাউন্ড শেষে লা ব্লুজদের সংগ্রহ ২২ পয়েন্ট, সমান ম্যাচে তুরস্কের ২০ তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের (১৬ পয়েন্ট) পক্ষে আর তুরস্ককে ধরা সম্ভব নয়

ম্যাচ শুরুর আগে মূল পর্ব নিশ্চিত হওয়ার খবর জানলেও ফরাসিরা খেলেছে জয়ের জন্যই যদিও পুচকে মলদোভা নবম মিনিটেই এগিয়ে যায় ভাদিম রাতার গোলে ৩৫ মিনিটে রাফায়েল ভারানের গোলে সমতা আনে ফ্রান্স ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন চেলসি স্ট্রাইকার অলিভিয়ার জিরু

এখন পর্যন্ত মূল পর্বে উঠেছে ইংল্যান্ড, চেক রিপাবলিক, ইউক্রেন, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স, তুরস্ক, বেলজিয়াম, রাশিয়া, ইতালি বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন