তিস্তার বাঁধের মাটি ও গাছ কর্তন

বাধা দেয়ায় হামলার শিকার রংপুর পাউবোর প্রকৌশলী

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

 রংপুরে তিস্তা নদীর ডানতীর রক্ষা বাঁধের মাটি গাছ কাটায় বাধা দেয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক উপসহকারী প্রকৌশলী কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে গত সোমবার বিকালে কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের দয়াল বাজারে হামলায় আহত হন উপসহকারী প্রকৌশলী মো. চান মিয়া ঘটনায় তিনি ওইদিন রাতেই কাউনিয়া থানায় সাতজনের নাম উল্লেখ আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন

মামলা সূত্রে জানা গেছে, পাউবো রংপুরের পরিচালন রক্ষণাবেক্ষণ (পওর) শাখা -এর উপসহকারী প্রকৌশলী মো. চান মিয়া সোমবার দুপুরে কর্মচারী আহেদ আলীর মাধ্যমে বাঁধের মাটি গাছ কাটার খবর পান জানতে পারেন, দয়াল বাজারে সংঘবদ্ধ কিছু ব্যক্তি সদ্যসংস্কারকৃত ওই বাঁধের মাটি গাছ কেটে দোকান ঘরবাড়ি নির্মাণ করছে বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবগত করলে তিনি তাকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেন

এর পরই মো. চান মিয়া আহেদ আলীকে নিয়ে মোটরসাইকেলে করে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন একই সঙ্গে বাঁধ সরকারি গাছ কাটতে সংশ্লিষ্টদের বাধা দেন কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বকুল মিয়া (৪৫), মাহমুদা বেগম ওরফে মিষ্টি (২২), মো. বাবুল (৪০), লাবলু মিয়া (৪৬), রজব আলী (৪২), মো. তাজের উদ্দিন (৫০) মজনু মিয়াসহ (২৮) বেশ কয়েকজন লাঠি দেশী অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন তাদের এলোপাতাড়ি মারধরে প্রকৌশলী চান মিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান হামলাকারীরা সময় তার সঙ্গে থাকা ১০ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় পাশাপাশি তার মোটরসাইকেলটিও ভাংচুর করে পরে তাদের চিত্কারে আশপাশের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায় এরপর মো. চান মিয়াকে আহতাবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়

উপসহকারী প্রকৌশলী মো. চান মিয়া অভিযোগ করেন, মূলত বকুল মিয়ার নির্দেশেই অন্যরা তাকে মারধর করেন এমনকি বকুল মিয়া নিজে লাঠি দিয়ে মোটরসাইকেল ভাংচুর করেন

কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ বলেন, গত সোমবার রাতে উপসহকারী প্রকৌশলী মো. চান মিয়া মামলা করেছেন পুলিশ প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ শুরু করেছে

রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি তিস্তা ডানতীর রক্ষাবাঁধের ৩৩ কিলোমিটার সংস্কার করা হয়েছে সংস্কারের আগে বাঁধের ওপর বসবাসকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন