দিল্লির আশপাশে খড় পোড়ানোয় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

বণিক বার্তা ডেস্ক

 রাজধানী দিল্লির আশপাশে খড় পোড়ানো সম্পূর্ণভাবে স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট গতকাল আদেশ দেন ভারতের শীর্ষ আদালতটি দিল্লির ভয়াবহ বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ খড় পোড়ানো গতকালও বিষাক্ত বাতাসে আচ্ছন্ন ছিল দিল্লি এর আশপাশের এলাকা গতকাল মহানগরীটির দুই কোটি মানুষ যে বাতাস গ্রহণ করেছে, তা ছিল বায়ুর মান সূচকে তার রেটিং ছিল মারাত্মক খারাপ খবর এএফপি

সুপ্রিম কোর্ট বলেন, রাজধানীবাসী নিজেদের জীবনের মূল্যবান বছর হারিয়ে ফেলছে মানুষ মারা যাছে, একটি সভ্য দেশে এটা ঘটতে পারে না

পরিবেশবাদীদের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে দেয়া রুলিংয়ে সুপ্রিম কোর্টের বিচারকরা রাজধানী দিল্লির আশপাশের এলাকাগুলোতে কৃষকদের ফসলের খড় পোড়ানো অবিলম্বে বন্ধের আদেশ দিয়েছেন

বিচারকরা সতর্ক করে দিয়ে বলেছেন, খড় পোড়ানো চলতে থাকলে দায় প্রশাসন রাজনীতিবিদদের ওপর বর্তাবে উল্লেখ্য, খড় পোড়ানো অবৈধ, তবে কৃষকরা দাবি করেছেন তাদের কাছে অন্য কোনো উপায় থাকে না

জানুয়ারির পর প্রথম দিল্লিতে দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন