বগুড়ায় সওজের অভিযানে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

 বগুড়ায় সড়ক জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে গতকাল সকাল সাড়ে ৯টায় বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে মাটিডালি বিমান মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

অভিযান পরিচালনাকালে সওজের যুগ্ম সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জেলা সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন

বগুড়া সড়ক জনপথ বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন একটি প্রভাবশালী মহল সওজের রাস্তার পাশে ফুটপাতের ওপর দোকান হোটেল-রেস্তোরাঁ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল গতকাল সকাল থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সওজ গতকাল শহরের সুবিল এলাকা থেকে মাটিডালি পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন যুগ্ম সচিব সড়ক জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী এর আগে শহরের সুবিল ব্রিজ থেকে মাটিডালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় রাস্তার দুই পাশ থেকে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়েছে এছাড়া অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তার পরও অবৈধ দখলকারীরা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি পরে গতকাল অভিযান পরিচালনা করে তিন কিলোমিটার রাস্তার পাশের ৩৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে

বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আল রাজী জুয়েল বলেন, স্কুলের পাশে অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে ওঠার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের সময় নানা রকম সমস্যা হতো উচ্ছেদ অভিযানের ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারবে এছাড়া এলাকাও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন