আইএফআইসি-সমকাল শিল্প বাণিজ্য পুরস্কার-২০১৮

আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য পুরস্কৃত পাঁচ উদ্যোক্তা-প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় চার উদ্যোক্তা একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে আইএফআইসি-সমকাল শিল্প বাণিজ্য পুরস্কার-২০১৮। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গতকাল সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী . মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এতে সভাপতিত্ব করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

অনুষ্ঠানে মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এগুলো হলো বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ, বর্ষসেরা নারী উদ্যোক্তা, উদীয়মান তরুণ উদ্যোক্তা সেরা এসএমই উদ্যোগ। এছাড়া জুরি বোর্ডের বিবেচনায় অগ্রজ স্বনামধন্য একজন উদ্যোক্তাকে দেয়া হয় আজীবন সম্মাননা। বিজয়ীদের প্রত্যেককে ক্রেস্ট অর্থমূল্য তুলে দেন অতিথিরা। বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বর্ষসেরা নারী উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের মেসার্স আফিয়া খানম ফিশারিজের স্বত্বাধিকারী রুবা খানম, বর্ষসেরা তরুণ উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সেরা এসএমই উদ্যোগ পুরস্কার পেয়েছে কেপিসি ইন্ডাস্ট্রিজ।

এছাড়া আজীবন সম্মাননা দেয়া হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন