কিশোরগঞ্জে জিল্লুর রহমান সেতু উদ্বোধন

বণিক বার্তা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ারচর উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া কালী নদীর ওপর নির্মিত জিল্লুর রহমান সেতুটি উদ্বোধন করা হয়েছে গতকাল সেতুটি উদ্বোধন করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি

৫২০ দশমিক ৬০ মিটার দীর্ঘ সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ৭১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০১৭ সালের মার্চে সেতুর নির্মাণকাজ শুরু হয়

সেতুটির কারণে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে বলে আশা করা হচ্ছে উদ্বোধনকালে নাজমুল হাসান পাপন বলেন, মানুষের দীর্ঘদিনের আশা-ভরসার সফল সমাপ্তি হলো আজ সেতুর বদৌলতে অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত সহজ হবে পণ্য পরিবহন সহজ হওয়ায় সাধারণ কৃষক ফসলের ন্যায্যমূল্য পাবেন সেতুটি আমার বাবার প্রতিশ্রুতি ছিল, তিনি আমাকে কাজটি করার জন্য বলে গিয়েছিলেন আমি তার বাস্তবায়ন করেছি

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশংকর আচার্য্য

এছাড়া অন্যদের মধ্যে নাজমুল হাসান পাপনের স্ত্রী রুকসানা হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব উপজেলা চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন