জুটোপিয়ার রেকর্ড ভেঙেছে নেঝা

চীনের বক্স অফিসে এখন চাইনিজ অ্যানিমেটেড ছবি নেঝার জয়জয়কার। সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশন চলচ্চিত্রের তকমা এখন এ ছবির গায়ে, যা কিনা এতদিন ছিল ডিজনির ছবি জুটোপিয়ার দখলে

মুক্তির পর মাত্র আটদিনেই চীনের বক্স অফিস কাঁপিয়েছে অ্যানিমেটেড ছবি নেঝা। এতদিন চীনের বাজারে এ রেকর্ড ধরে রেখেছিল ডিজনির চলচ্চিত্র জুটোপিয়া। চীনের বক্স অফিসে জুটোপিয়ার আয়ের ঝুলিতে জমা হয়েছিল ২২০ মিলিয়ন ডলার, যা এতদিন পর্যন্ত অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে সবচেয়ে বেশি আয় করেছিল। সে রেকর্ডটিই ভেঙেছে নেঝা। কেননা মুক্তির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ২ আগস্টের পর এ চলচ্চিত্রের আয়ের খাতায় জমা হয়েছে ৩৪৩ মিলিয়ন ডলার। অন্যদিকে পুরো বক্স অফিসে জমা হওয়া চলচ্চিত্রের ৬২ ভাগ আয় উঠেছে এ চলচ্চিত্র দিয়েই।

চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন আরো এক মাস এ চলচ্চিত্রের প্রদর্শনী চালানো উচিত, তাহলে এটি হয়তো আয়ের দিক থেকে মাইলফলক তৈরি করতে সক্ষম হবে।&dquote;&dquote;

গত সপ্তাহে এটি আরো একটি রেকর্ড ভেঙেছে। ২০১৫ সালে চাইনিজ অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল মাঙ্কি কিং: হিরো ইজ ব্যাক চলচ্চিত্রটি। এটি সে সময় আয় করেছিল ১৩৮ মিলিয়ন ডলার। এরপর এ রেকর্ড ভাঙতে পারেনি কোনো চাইনিজ অ্যানিমেটেড চলচ্চিত্র। কিন্তু সম্প্রতি সে রেকর্ডও ভেঙেছে নেঝা।

তবে নেঝার এখন আয় যুদ্ধ চলছে সবে মুক্তিপ্রাপ্ত দ্য ব্রেভেস্ট চলচ্চিত্রটির সঙ্গে, যা কিনা ১ আগস্ট মুক্তি পেয়েছে এবং মুক্তির প্রথম চারদিনেই আয় করেছে ৮২ মিলিয়ন ডলার। এবার দেখার পালা এগিয়ে থাকে কে কিংবা রেকর্ড ভাঙার তকমা শেষতক লাগে কার গায়ে।

 

সূত্র: স্ক্রিনডেইলি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন