তামার দাম সাত মাসের সর্বনিম্নে

বণিক বার্তা ডেস্ক   

চীনা পণ্যের ওপর আরো শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণায় মন্দা ভাব দেখা দিয়েছে তামার বাজারে। সর্বশেষ শুক্রবার নিউইয়র্কের বাজারে জুলাইয়ে সরবরাহে ধাতুটির দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি পাউন্ড ২ দশমিক ৫৬৮৫ ডলারে গিয়ে দাঁড়ায়, যা চলতি বছরের প্রথম সাত মাসের মধ্যে সর্বনিম্ন। খবর রয়টার্স ও সিএনবিসি।

চলমান বাণিজ্যযুদ্ধের মধ্য ৩০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর আরো ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ ঘোষণার পরই চাপের মধ্য বড়েছে বন্ড, তেল ও শিল্প ধাতুর বৈশ্বিক বাজার।

বেঞ্চমার্কে দিনশেষে ধাতুটির দাম টনপ্রতি ২ দশমিক ৯ শতাংশ কমে ৫ হাজার ৭২৯ ডলার ৫০ সেন্টে নির্ধারিত হয়েছে। আর চলতি সপ্তাহে ধাতুটির মূল্য কমেছে ৪ শতাংশ, যা গত বছরের আগস্টের পর সর্বনিম্ন।

চীনের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণায় প্রভাব পড়েছে অন্যান্য ধাতুর বাজারেও। এদিন জিংকের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৫১ ডলার, নিকেলের দাম ১ শতাংশ কমে ১৪ হাজার ৪৫০, টিনের দাম ২ শতাংশ কমে ১৬ হাজার ৯৭৫।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন