মাদারীপুরের শিবচরে গোসল করতে নেমে পুকুরে
ডুবে আমেনা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আমেনা উপজেলার বাশকান্দি ইউনিয়নের
জাকির মুন্সীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার
(২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে আমেনা তার সমবয়সী কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের
পুকুরে গোসল করতে নামে। এ সময় সে ও তার বান্ধবী শ্রাবণী হঠাৎ পানিতে তলিয়ে যায়।
পরে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে বাড়ির লোকজন প্রথমে শ্রাবণীকে উদ্ধার করে। এর ১৫
মিনিট পর উদ্ধার করা হয়ে আমেনাকেও। পরে আমেনাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
চিকিৎসক ডা. আশিকুল ইসলাম ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পানিতে ডুবে আমেনার মৃত্যুর কথা নিশ্চিত
করেছেন শিবচর থানার ওসি মোক্তার হোসেনও।