চলতি অর্থবছরে রফতানি আয় কমতে পারে চার বিলিয়ন ডলার— এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক

ছবি— সংগৃহীত।

চলতি অর্থবছরে দেশের রফতানি আয় চার বিলিয়ন ডলার কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতা একে আজাদ। তিনি বলেন, গত অর্থবছরে রফতানি আয় কমেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। এ বছর তা আরো কমতে পারে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন আশঙ্কার কথা জানান একে আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

একে আজাদ বলেন, গ্যাসের দাম বেড়েছে ২৮৮ শতাংশ, বিদ্যুতের দাম বেড়েছে ৩৩ শতাংশ, পরিবহন খরচ বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ। সবমিলিয়ে সামগ্রিক ব্যবসার খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। কিন্তু এর বিপরীতে রফতানি পণ্যের দাম কমে গেছে প্রায় দুই শতাংশের বেশি। এর মধ্যে আবার সুদের হার বাড়ছে প্রতিনিয়ত। এমন অবস্থায় দেশের বিনিয়োগে রফতানি আরো কমতে পারে। অন্যদিকে পাকিস্তানের রফতানি প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ বেড়েছে। তাদের দেশের মূল্যস্ফীতি ও ৯ শতাংশের মধ্যে নিয়ন্ত্রিত আছে। কিন্তু ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার অমূল্যায়ন করায় তারা রফতানির অ্যাডভান্টেজ পাচ্ছে। 

একে আজাদ বলেন, আমাদেরকেও ব্যবসা টিকিয়ে রাখার মতো মুদ্রানীতি গ্রহণ করতে হবে। মূল্যস্ফীতি কমাতে গিয়ে সুদের হার বাড়ছে। এক্ষেত্রে ব্যবসা বিনিয়োগ এবং কর্মসংস্থানের প্রতি নজর দেয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন