উদ্বেগজনক হারে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে— হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, ডেঙ্গু সংক্রমণ রোধে শুরু থেকেই সচেতন হলে সংক্রমণ হ্রাস পাবে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

হাসান আরিফ বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম, এতে সন্তুষ্টির কিছু নেই। আমাদের লক্ষ্য হবে, ডেঙ্গু সংক্রমণ যাতে একেবারেই না হয়। এজন্য এরই মধ্যে ১২টি টিম গঠন করা হয়েছে, যারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ করছে।’

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। আমাদের প্রত্যেকের সচেতন থাকাই ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অনুসন্ধানী রিপোর্ট তৈরি করে বিভিন্ন পাড়া ও মহল্লায় গিয়ে কাউন্সিলরদের প্রশ্ন করুন, কেন তাদের এলাকাগুলো এত অপরিচ্ছন্ন। এতে তাদের মধ্যে দায়িত্বশীলতা বাড়বে এবং পরিচ্ছন্নতাকর্মীরাও মাঠে তৎপর হবেন।’

তিনি আরো জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ফগিং, লার্ভিসাইড প্রয়োগ এবং জনগণকে সচেতন করার পাশাপাশি প্রতিটি খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে ১০টি টিম কাজ শুরু করেছে, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজর দিচ্ছে।

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন