আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াড

বাংলাদেশের এআই টিমের দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ জয়

ছবি: ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াডে দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রথমবারের মতো এ অলিম্পিয়াডে বিশ্বের ২৫টি দেশের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। রৌপ্য পদক বিজয়ীরা হলেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার ও নটরডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন ইনান। ব্রোঞ্জ পদক পেয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ।

সৌদি আরবের স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর এ অলিম্পিয়াড শুরু হয়। ১২ সেপ্টেম্বর বিকালে আনুষ্ঠানিকভাবে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়।

চলতি বছরের মে মাসে অনলাইন ও অফলাইনে বাংলাদেশ এআই অলিম্পিয়াড নির্বাচন করা হয়। পরে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে জাতীয় ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দলের চার সদস্যকে নির্বাচিত করা হয়। — বিজ্ঞপ্তি

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন