তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতিতে বিজিএমইএর জরুরি সভা অনুষ্ঠিত

তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিজিএমইএর উদ্যোগে উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিবের সঞ্চালনায় জরুরি সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি রেদোয়ান আহমেদ, সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বর্তমান বোর্ডের সহ-সভাপতি আসিফ আশরাফ, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক আনোয়ার হোসেন (মানিক), পরিচালক মেসবাহ উদ্দিন খান, পরিচালক আবরার হোসেন সায়েম, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক মো. নুরুল ইসলাম, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মো. রেজাউল আলম (মিরু), পরিচালক এম আহসানুল হক, পরিচালক মোহাম্মদ রাকিব আল নাসের।

সভায় সাবেক সহ-সভাপতি, পরিচালক এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন। সভায় পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আরও