ভারতে রেকর্ড সয়াবিন উৎপাদনের সম্ভাবনা

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

অনুকূল বর্ষা ও স্বাভাবিক আবহাওয়ায় ভারতে ২০২৪-২৫ বিপণনবর্ষে রেকর্ড সয়াবিন উৎপাদন হতে পারে। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

এফএসের পূর্বাভাস অনুযায়ী, ভারতে চলতি বছর ১ কোটি ২৮ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। সংস্থাটির এ পূর্বাভাস গত বছরের রেকর্ড ফসলের তুলনায় এক লাখ টন বেশি। 

পূর্বাভাসে সংস্থাটি আরো জানায়, ‌এবারের বর্ষা সয়াবিন রোপণে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ বিপণনবর্ষে পণ্যটির আবাদযোগ্য অঞ্চল বেড়েছে ১ শতাংশ। এ সময় হেক্টরপ্রতি সয়াবিনের গড় ফলন গত বছরের তুলনায় কিছুটা বেড়ে দশমিক ৯৮ টনে পৌঁছতে পারে।

এফএএস এবারের পূর্বাভাসে ভারতে সয়াবিন তেল উৎপাদনের পূর্বাভাসও সংশোধন করেছে। দেশটিতে মোট ২২ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে, যা গত বিপণনবর্ষের তুলনায় ১১ শতাংশ বেশি। আগের বিপণন বর্ষে এ পরিমাণ ছিল ১৯ লাখ ৮০ হাজার টন।

এফএএস বিশ্বব্যাপী সয়াবিন তেলের নিম্নমুখী দামের কারণে ভারতের সয়াবিন তেল আমদানির পূর্বাভাসও সংশোধন করেছে। ২০২৪-২৫ অর্থবছরের দেশটি ৩৭ লাখ টন সয়াবিন তেল আমদানি করতে পারে, যা আগের বিপণনবর্ষের তুলনায় ২১ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন