বিশ্বব্যাপী বেড়েছে নিকেলের দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, মস্কোর ইউরেনিয়াম, টাইটানিয়াম নিকেল রফতানি সীমিত করার কথা বিবেচনা করা উচিত। তার এমন বক্তব্যের পর বুধবার ঊর্ধ্বমুখী হয়েছে নিকেলের দাম। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বুধবার তিন মাসের সরবরাহ চুক্তিতে নিকেলের দাম আগের দিনের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১৬ হাজার ১৪৫ ডলারে।

বিশ্বের সবচেয়ে বড় পরিশোধিত নিকেল উৎপাদনকারী দেশ রাশিয়া। চীন ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে সবচেয়ে বেশি নিকেল আমদানি করে। এলএমই নিবন্ধিত গুদামগুলোয় মজুদকৃত নিকেলের এক-পঞ্চমাংশেরও বেশি রাশিয়ায় উৎপাদিত।

রাশিয়া থেকে নিকেলের সরবরাহ কমে গেলে বিশ্বে পণ্যটির ঘাটতি দেখা দিতে পারে। ট্রেড ডাটা মনিটর অনুসারে, দেশটি গত বছর বিশ্বব্যাপী মোট লাখ ৯৯০ টন নিকেল রফতানি করে।

এদিকে তিন মাসের সরবরাহ চুক্তিতে এলএমইতে তামার দাম বুধবার দশমিক শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে হাজার ১০৫ ডলার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন