চলতি বছর ঘাটতির মুখে পড়তে পারে বৈশ্বিক প্লাটিনাম বাজার

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী প্লাটিনামের সরবরাহ গত বছরের নিম্নমুখী অবস্থা থেকে আরো ১ শতাংশ কমতে পারে ছবি: রয়টার্স

অটোমোবাইল শিল্পে প্লাটিনামের চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ায় এ খাতে ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চাহিদা বাড়ছে গহনাসহ অন্যান্য খাতেও। তবে বাড়তি এ চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহে সীমাবদ্ধতা দেখা দিয়েছে। তাই চলতি বছর উল্লেখযোগ্য ঘাটতির মুখে পড়তে পারে বৈশ্বিক প্লাটিনাম বাজার। সম্প্রতি ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিল (ডব্লিউপিআইসি) সংশোধিত এক পূ্র্বাভাসে এ কথা জানায়। খবর মাইনিং উইকলি।

বিশ্বব্যাপী প্লাটিনামের সরবরাহ গত বছর থেকেই নিম্নমুখী। চলতি বছর এটি ১ শতাংশ কমতে পারে বলে জানিয়েছে ডব্লিউপিআইসি। এ সময় মোট সরবরাহের পরিমাণ দাঁড়াতে পারে ৭০ লাখ ৮৯ হাজার আউন্সে। পূর্বাভাসে সংস্থাটি জানায়, চলতি বছর বিশ্বব্যাপী প্লাটিনামের মোট চাহিদা হতে পারে ৮১ লাখ ১৮ হাজার আউন্স। এ হিসাবে এ সময় মোট বাজার ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১০ লাখ ২৮ হাজার আউন্সে। 

ডব্লিউপিআইসি আরো জানায়, চলতি বছর পুনর্ব্যবহারযোগ্য প্লাটিনামের সরবরাহ গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়ে ১৫ লাখ ৮১ হাজার আউন্সে পৌঁছবে। অন্যদিকে এ সময় খনি থেকে উত্তোলন করা প্লাটিনামের সরবরাহ গত বছরের তুলনায় ২ শতাংশ কমে ৫৫ লাখ ৮ হাজার আউন্সে নেমে যেতে পারে। 

এ বিষয়ে ডব্লিউপিআইসির গবেষণা পরিচালক এডওয়ার্ড স্টারক একটি জুম সাক্ষাৎকারে বলেন, ‘‌আমরা সত্যিই বিশ্বব্যাপী প্লাটিনামের শক্তিশালী চাহিদা দেখতে পাচ্ছি। আর টানা দ্বিতীয় বছরের মতো প্লাটিনামের বাজার উল্লেখযোগ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। অটোমোবাইল খাতে প্লাটিনামের চাহিদা বাড়ায় এ খাতে বিনিয়োগও বাড়ছে। সে তুলনায় সরবরাহ সীমাবদ্ধতা ব্যাপকভাবে দেখা দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘‌যদিও চাহিদা ও সরবরাহের মধ্যে এ ঘাটতি এখন পর্যন্ত প্লাটিনামের দামে কোনো প্রভাব ফেলেনি।’

এদিকে ডব্লিউপিআইসির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক প্লাটিনামের বাজারে বিনিয়োগ চাহিদা ৫ লাখ ১৭ হাজার আউন্সে পৌঁছতে পারে। অন্যদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী প্লাটিনাম গহনার চাহিদা পাঁচ লাখ আউন্স ছাড়িয়ে গেছে, যা ২০২১ সালের শেষ প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ। এ সময় প্লাটিনাম গহনার চাহিদা বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের প্লাটিনাম রফতানি বেড়েছে। এ কারণে ভারতে প্লাটিনামের গহনা তৈরি বেড়েছে ১৫ শতাংশ। অন্যদিকে ইউরোপের দেশগুলোয় ৭ ও চীনে ৫ শতাংশ বেড়েছে।

বিশ্বব্যাপী স্বর্ণের দাম সম্প্রতি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। এতে প্লাটিনামের গহনা তৈরি বেড়েছে। ডব্লিউপিআইসির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর প্লাটিনাম গহনার চাহিদা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেড়ে ১৯ লাখ ৯৪ হাজার আউন্সে পৌঁছতে পারে। ডব্লিউপিআইসি অটোমোবাইল খাতে প্লাটিনামের চাহিদা সাত বছরের সর্বোচ্চে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর এ খাতে চাহিদা গত বছরের তুলনায় ১ শতাংশ বেড়ে ৩২ লাখ ৩৭ হাজার আউন্সে পৌঁছতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন