আবারো বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদার পূর্বাভাস সংশোধন করেছে ওপেক

বণিক বার্তা ডেস্ক

বিশ্বে চলতি বছর জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে দৈনিক গড়ে ২০ লাখ ৩০ হাজার ব্যারেল ছবি:"রয়টার্স

বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ চীন। সম্প্রতি দেশটির অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ধাবিত হচ্ছে। ফলে চীনে কমছে জ্বালানি তেলের চাহিদা। এসব কারণে চলতি ও আগামী বছরের জন্য বিশ্বব্যাপী মোট জ্বালানি তেলের চাহিদার পূর্বাভাস আবার সংশোধন করেছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। খবর রয়টার্স।

সংস্থাটি মঙ্গলবার প্রকাশিত এক মাসভিত্তিক প্রতিবেদনে জানায়, বিশ্বে চলতি বছর জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে দৈনিক গড়ে ২০ লাখ ৩০ হাজার ব্যারেল। গত মাসে প্রকাশিত পূর্বাভাসে এ পরিমাণ ছিল দৈনিক গড়ে ২১ লাখ ১০ হাজার ব্যারেল। 

ওপেকের পূর্বাভাস অনুযায়ী, চীনে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে দৈনিক গড়ে সাত লাখ ব্যারেল, আগের পূর্বাভাসে যা ছিল ৬ লাখ ৫০ হাজার ব্যারেল।

প্রতিবেদনে ওপেক বলছে, ‘‌চীনে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা এখনো তুলনামূলক কম, যা পণ্যটির দামে ব্যাপক প্রভাব ফেলছে।’

আরো জানায়, চলতি বছর জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে প্রভাব ফেলছে চীনের চাহিদার পরিবর্তন ও বিশ্বের অন্যান্য দেশের পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে আগ্রহ বৃদ্ধি।

ওপেক আগামী বছরের জন্য জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসও সংশোধন করেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর পণ্যটির চাহিদা দৈনিক গড়ে ১৭ লাখ ৪০ হাজার ব্যারেল বাড়তে পারে, আগের পূর্বাভাসে যা ছিল ১৭ লাখ ৮০ হাজার ব্যারেল।

ওপেকের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস সংশোধনের পর মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে নেমে যায়। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গত বছরের মে মাসের পর সর্বনিম্নে নেমে আসে। তবে যুক্তরাষ্টের মজুদ হ্রাস ও হারিকেন ফ্র্যান্সাইনের প্রভাবে দেশটি থেকে সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগে গতকাল পণ্যটির দাম আগের দিনের তুলনায় ১ শতাংশেরও বেশি বেড়েছে। 

ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭০ ডলার ২৯ সেন্টে। ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৬ ডলার ৮৬ সেন্টে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যানের বরাত দিয়ে মঙ্গলবার বাজারসংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ২৭ লাখ ৯৩ হাজার ব্যারেল কমেছে। পেট্রলের মজুদ কমেছে ৫ লাখ ১৩ হাজার ব্যারেল। অন্যদিকে ডিস্টিলেটের মজুদ ১ লাখ ৯১ হাজার ব্যারেল বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন