সরবরাহ উদ্বেগে সিবিওটিতে বেড়েছে গমের দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল গমের দাম বেড়েছে। দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে রাশিয়ায় পণ্যটির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা ও ইউরোপের দেশগুলো থেকে নিম্নমুখী সরবরাহ। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে গতকাল গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৭৫ সেন্ট)। অন্যদিকে ভুট্টার দাম দশমিক ২ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৪ ডলার শূন্য ৫ সেন্টে পৌঁছেছে।

এদিকে কনসালট্যান্সি প্রতিষ্ঠান আইকেএআর জানায়, রাশিয়ায় চলতি বছর ৮ কোটি ২২ লাখ টন গম উৎপাদন হতে পারে, আগের পূর্বাভাসে যা ছিল ৮ কোটি ৩৮ লাখ টন। অন্যদিকে এ সময় দেশটি থেকে রফতানির পরিমাণ হতে পারে ৪ কোটি ৪০ লাখ টন, আগের পূর্বাভাসে যা ছিল ৪ কোটি ৪৫ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন