ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক (৬১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন...। তিনি দীর্ঘ দিন থেকে ক্যান্সারে ভুগছিলেন।

আজ (৮ সেপ্টেম্বর) ভোররাতে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা ব্যাংকের করপোরেট বিভাগের প্রধান মো. ফখরুল আবেদিন মিলন বণিক বার্তাকে জানান, 'এমডি স্যার ইন্তেকাল করেছেন। দ্রততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। ঢাকায় তার জানাজা ও দাফনের সময় জানানো হবে।'

ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন এমরানুল হক। এরপর ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

কর্মজীবনে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও জাম্বিয়ার ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেডেও কাজ করেন।

১৯৯৮ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন তিনি। ব্যাংকটির বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক ও উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এমরানুল হক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন