যৌথ বাহিনীর অভিযানে তিন দিনে ৫৩ অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীর উদ্ধারকৃত ভৈরব থানার লুট হওয়া অস্ত্র। ছবি: নিজস্ব আলোকচিত্রী

যৌথ বাহিনীর অভিযানে তিন দিনে বিভিন্ন ধরনের ৫৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার ২টি, পিস্তল ১৮টি, রাইফেল ২টি, শটগান ১১টি, পাইপগান ১টি, শুটারগান ৬টি, এলজি ৩টি, বন্দুক ৩টি, একে-৪৭ একটি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি ও ৩টি এসবিবিএল রয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, বিগত সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল, সেসব অস্ত্রের লাইসেন্স বাতিল ও লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় সরকার। এরপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে শুরু হয় পুলিশ-সেনাবাহিনী, বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযান।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন