যৌথ বাহিনীর অভিযানে তিন দিনে ৫৩ অবৈধ অস্ত্র উদ্ধার

প্রকাশ: সেপ্টেম্বর ০৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

যৌথ বাহিনীর অভিযানে তিন দিনে বিভিন্ন ধরনের ৫৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার ২টি, পিস্তল ১৮টি, রাইফেল ২টি, শটগান ১১টি, পাইপগান ১টি, শুটারগান ৬টি, এলজি ৩টি, বন্দুক ৩টি, একে-৪৭ একটি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি ও ৩টি এসবিবিএল রয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, বিগত সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল, সেসব অস্ত্রের লাইসেন্স বাতিল ও লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় সরকার। এরপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে শুরু হয় পুলিশ-সেনাবাহিনী, বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযান।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫