কারফিউ শিথিল হওয়ার পর শুরু হয়েছে নৌ-যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

দেশব্যাপী কারফিউ জারির কারণে অন্যান্য যানবাহন বন্ধ থাকার পাশাপাশি বন্ধ ছিল বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল। টানা ছয়দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গতকাল শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশে বরিশাল নদীবন্দর ত্যাগ করে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মো. এহতেশামুল পারভেজ বণিক বার্তাকে বলেন, কারফিউ শিথিল সময়ের মধ্যে লঞ্চ চলাচল করছে। যতটুকু সময় সর্বসাধারণের চলাচলের জন্য সরকার অনুমতি দিয়েছে ততটুকু সময়ের মধ্যে লঞ্চ চলাচল করবে।

জানা যায়, কারফিউর কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর কারফিউ শিথিল হলে শুক্রবার (২৬ জুলাই) রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন