মন্ত্রী-সচিব সৎ হলে মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে না: কাদের

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

একটা মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব যদি সৎ হন তাহলে ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩ জুলাই) বিকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নেতাকর্মীদের কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা খেলব। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত গড়তেই হবে। শেখ হাসিনার অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পূরণ করে ছাড়ব। আমরা জনপ্রতিনিধিরা যদি সৎ থাকি তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। আমাদের জনপ্রতিনিধিদের সৎ মানুষ হিসেবে থাকতে হবে।

রিজার্ভ বেড়ে যাচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, রিজার্ভ বেড়ে যাচ্ছে না? ২৭ এ পৌঁছে গেছে। রিজার্ভ ভেড়ে যাচ্ছে ভয়ের কারণ নেই। রেমিট্যান্স বেড়ে যাচ্ছে। ইনশাআল্লাহ শেখ হাসিনার চেষ্টায় জিনিসপত্রের দামও কমে আসবে।

মঞ্চে নেতাকর্মীদের ভিড়ের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মঞ্চে অনেকেই আছেন তবে আজকে একটু কম। মঞ্চে গেলেই সব নেতা। আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা, হায়রে নেতা! কেউ কর্মী থাকতে চায় না।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি নিয়ে আসছে বাইডেনের উপদেষ্টা মিয়া আরেফিন। বাইডেনের উপদেষ্টা বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ইংরেজিতে। পরে দেখা গেল পালিয়ে গেল সব। মিয়া আরেফিনও গেল এয়ারপোর্টে দেশের বাইরে যাবে বলে। পুলিশ গিয়ে ধরে ফেলল, দিলো ডান্ডা বাড়ি। পুলিশের ডান্ডা বাড়িতে আর ইংরেজি বলে না। এখন বলে বরিশালের বাংলা।

বিএনপি এবার আবার কোন এডভাইজার নিয়ে আসে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাইডেন নিজেও ভাল নেই, উপদেষ্টা পাঠাবে ফখরুলকে উদ্ধার করতে এটা কি কেউ ভাবে?

ঢাকার সব উপজেলায় যাবেন জানিয়ে কাদের বলেন, অক্টোবর থেকে আমাদের নেত্রী সারা বাংলাদেশ সফর করবেন। নেত্রীর জন্য দোয়া করবেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামা তরুন। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন