আরো দুদিন বৃষ্টির আভাস

বণিক বার্তা অনলাইন

ছবি : বণিক বার্তা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির এ প্রবণতা আগামী দুইদিন অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে তারা।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে। আর শনিবার ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তিনি বলেন, আগামী সোমবার ও মঙ্গলবার সারাদেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। এ সময় দেশের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন