ফাইনালে ওঠার লড়াই আগামীকাল

ক্রীড়া প্রতিবেদক

ছবি : সংগৃহীত
Default Image

চলতি নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে বিদায় নিয়েছে ১৬টি। টিকে আছে চারটি দল। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। চতুর্থ দলটি হতে পারত বাংলাদেশও। যদিও গতকাল সকালে সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বসেছে বাংলাদেশ। অথচ ৭৩ বলে ১১৬ রান করতে পারলেই প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ত টাইগাররা। 

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৬টায় ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। একই দিন রাত সাড়ে ৮টায় গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও ভারত। 

শনিবার রাতে বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। অর্থাৎ আর মাত্র তিনটি ম্যাচ পরই জানা যাবে, নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট উঠছে কাদের মাথায়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুবার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ক্যারিবীয়রা এবার সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে এবার তৃতীয় শিরোপার হাতছানি। অবশ্য এজন্য দুটি বড় ম্যাচ জিততে হবে তাদের। সেমিফাইনালে ভারতকে হারাতে পারলে ফাইনালে তাদের সামনে দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তান পড়বে।

এদিকে, প্রোটিয়ারা বিশ্বের অন্যতম সেরা দল হয়েও কখনো বিশ্বকাপ জিততে পারেনি। এমনকি কখনো ফাইনালও খেলেনি তারা। এবার কি ভাগ্যের শিকে ছিঁড়বে এইডেন মার্করাম, কুইন্টন ডি ককদের?

ভারত ২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও এরপর দীর্ঘ খরা। এবার শিরোপা জিততে মরিয়া রোহিত শর্মার দল। বিশেষ করে গত বছর ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারত এবার টি-টোয়েন্টির মুকুট জিততে মরিয়া। শিরোপা জয়ের পথে তাদের প্রথম বাধা এখন ইংল্যান্ড। 

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো ফেভারিট দল এবার সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে। 

সেমিফাইনালের সূচি

দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

বৃহস্পতিবার সকাল ৬.৩০টা, ত্রিনিদাদ

ভারত-ইংল্যান্ড

বৃহস্পতিবার রাত ৮.৩০টা, গায়ানা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন