কোপা আমেরিকা

উরুগুয়ের জয়, মঙ্গলবার নামছে ব্রাজিল

ছবি: এপি

কোপা আমেরিকার ৪৮তম আসরে আর্জেন্টিনার পর শুভসূচনা করল আরেক পরাশক্তি উরুগুয়ে। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপ ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়েছে যুগ্মভাবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। এদিকে, মঙ্গলবার সকালে কোপা মিশনে নামছে নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ‘ডি’ গ্রুপ ম্যাচে তারা খেলবে কোস্টারিকার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

 

‘সি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। একই গ্রুপের ম্যাচে পানামাকে কোনো সুযোগই দেয়নি উরুগুয়ে। ম্যাচের ১৬ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রোনাল্ড আরাউহো। ৮৫ মিনিটে ব্যবধান ২-০ করে দেন লিভারপুল ফরওয়ার্ড ডারউইন নুনেজ। এরপর যোগ করা সময়ে উরুগুয়ের হয়ে আরেক গোল করে দলের জয় নিশ্চিত করেন লেফটব্যাক মাতিয়াস ভিনা। এর চার মিনিট পর পানামার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন আমির মুরিল্লো।

 

জয় শেষে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা বলেন, ‘উরুগুয়ের লক্ষ্য কিংবা আকাঙ্খার কথা বললে, আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমার প্রত্যাশা হলো, প্রতি ম্যাচেই আমরা যেন উন্নতির ধারায় থাকি। উরুগুয়ের খুব ভালো মানের কিছু খেলোয়াড় আছে। আমরা চাই এসব খেলোয়াড়রা যেন নিজেদের মেলে ধরতে পারেন।’

 

এদিকে, কোপা শুরুর আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, সাফল্য পেতে হলে তার দলকে ধারাবাহিক হতে হবে। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত ব্রাজিলের চার ম্যাচে ডাগআউটে ছিলেন তিনি। তিনি ব্রাজিল দলে স্থিতিশীলতার ঘাটতি দেখেছেন। সেলেসাও কোচ বলেন, ‘তিন মাস আগে পাওয়া দলটির মধ্যে ভারসাম্য খুঁজে পেতে চাই আমি। আবার ১৫-২০ দিন একত্রে কাটানোর পর তাদেরও নিজেদের মধ্যে তা খুঁজে পেতে হবে।’


 

ব্রাজিলের শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ, যাতে নতুন মুখ হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক এদের মিলিতাও আর অ্যাটলেটিকো মিনেইরোর ফুলব্যাক গিলার্মে আরানা। কোচ বলেন, ‘শুরুর একাদশে থাকবে মিলিতাও ও আরানা। প্রয়োজন হলে প্রতিটি ম্যাচেই দু-একটি পরিবর্তন থাকবে। সব খেলোয়াড়ই প্রস্তুত। কেউই আমাদের প্রত্যাশার বাইরে নয়। আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি।’

 

ব্রাজিলের আলোচিত খেলোয়াড় ১৭ বছর বয়সী এনদ্রিক শুরুর একাদশে থাকছেন না, তাকে দ্বিতীয়ার্ধে খেলাবেন দরিভাল। খেলোয়াড়টিকে নিয়ে ধৈর্যধারণের কথা বলেছেন দরিভাল। তিনি বলেন, ‘এটা এমনই এক বিষয় যা কিনা সহজাতভাবে ঘটবে। এতে খুব বেশি সময় লাগবে না, কারণ তার মধ্যে দক্ষতা আছে। আমি তো তাকে এখনই মাঠে নামাতে চাই, তবে আপনাকে একটা ভারসাম্য রাখতে হবে। তার দক্ষতা চমৎকার এবং সে অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড়।’

 

‘ডি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।

 

গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছ ব্রাজিল। এরপর দরিভাল জুনিয়রের অধ্যায় শুরু হলে চার ম্যাচ খেলে দুটি জিতেছে ব্রাজিল, বাকি দুটি ম্যাচ ড্র হয়। এবার কোপা শুরু হচ্ছে অন্যতম ফেভারিট দলটির।

 

এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও কোস্টারিকা। এই পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে ব্রাজিল। এর মধ্যে বিশ্বকাপে দুটি, কোপায় একটি ও প্রীতি ম্যাচ দুটি। সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপে ২-০ গোলে জিতেছে সেলেসাওরা। আর ২০০৪ সালের কোপায় মধ্য আমেরিকার দেশটিকে ৪-১ গোলে হারায় তারা।   

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন