অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে সুপার এইট শুরু

বাংলাদেশ আজ রাতে মুখোমুখি হবে ভারতের

ক্রীড়া প্রতিবেদক

ছবি : সংগৃহীত
Default Image

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গতকাল অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস মেথডে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। এ সমীকরণ সামনে রেখে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আজ আরেক ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।

সুপার এইটে বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও শুভসূচনা করেছে ভারত। তারা বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে। তাই সুবিধাজনক অবস্থানে থেকে আজ মাঠে নামছে রোহিত শর্মার দল।

গতকাল অ্যান্টিগায় আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪০ রানের সাদামাটা সংগ্রহ গড়ে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ ও তাওহীদ হৃদয় ২৮ বলে ৪০ রান করেন। চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন অজি পেসার প্যাট কামিন্স। এছাড়া অ্যাডাম জাম্পা নেন দুটি উইকেট। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান তোলার পর বৃষ্টি হানা দিলে খেলা আর মাঠে গড়ায়নি। ততক্ষণে অবশ্য বাংলাদেশের চেয়ে ডিএলএস মেথডে ২৮ রানে এগিয়ে অজিরা। ফলে হার মানতে হয় টাইগারদের। ডেভিড ওয়ার্নার ৩৫ বলে ৫৩ ও ট্রাভিস হেড ২১ বলে ৩১ রান করেন। রিশাদ হোসেন দুটি উইকেট নেন।

আহত টাইগাররা আজ জীবন বাজির ম্যাচে বিশ্বের অন্যতম সেরা দলের সামনে, যারা ২০০৭ সালের পর ২০ ওভারের ফরম্যাটে বিশ্বকাপ জেতেনি। তারাও জিততে মরিয়া। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে বাংলাদেশ ও ভারতের। এ চার ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালের আসরে ২৫ রানে, ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে ৮ উইকেটে, ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আসরে ১ রানে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে ডিএলএস মেথডে ৫ রানে হেরেছে বাংলাদেশ। 

২০১৬ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে সমর্থ হয়। এ ম্যাচে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ।

২০২২ সালে অ্যাডিলেডে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রান তোলে ভারত। বিরাট কোহলি ৪৪ বলে করেন ৬৪ রান। বৃষ্টিতে খেলা বিঘ্ন হওয়ায় বাংলাদেশকে ১৬ ওভারে ১৬১ রানের সংশোধিত টার্গেট দেয়া হয়। যদিও সাকিব আল হাসানের দল ৬ উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয়। ফলে মাত্র ৫ রানে হেরে যায় লাল-সবুজরা। ওই ম্যাচটি জিতলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাও ছিল। 

আরেকবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পঞ্চমবারের দেখায় কি জয়ের দেখা পাবে টাইগাররা? নাকি ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে? 

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ভারত ১২টি ও বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে। ২০১৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। 

ওয়ানডেতে ৪১ বারের মোকাবেলায় ৮টি জিতলেও টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বিবর্ণ রেকর্ড বাংলাদেশের। অ্যান্টিগায় আজ কি ব্যবধান কমাতে পারবেন সাকিব-মাহমুদউল্লাহরা?  

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে প্রথম ম্যাচ খেলেছে ভারত। আজ সুপার এইটে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মার দল।

বাংলাদেশ ‘ডি’ গ্রুপ রানার্সআপ হিসেবে উঠেছে সুপার এইট পর্বে। গ্রুপ পর্বে শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডসে হারিয়ে দেয় লাল-সবুজরা। এছাড়া নিউইয়র্কে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে সুপার এইটের শুরুতেই হার। এখান থেকে ফেরার চ্যালেঞ্জ সাকিবদের।

ভারত ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে উঠেছে। তারা নিউইয়র্কে আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারায়। এরপর ফ্লোরিডায় কানাডার সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়।  

এদিকে, আজ সকালে নবাগত যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এটা দুই স্বাগতিক দলের লড়াইও। দুই দলই সুপার এইটে নিজদের প্রথম ম্যাচে হেরে বিপদে রয়েছে। আজ জিততেই হবে।

নিজেদের মাঠে একের পর এক চমক দেখায় মার্কিনরা। কানাডাকে হারিয়ে শুরু মোনাঙ্ক প্যাটেলের দলের। এরপর পাকিস্তানকেও হারায় তারা। আয়ারল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বিদায় ঘটে পাকিস্তানের। ওই ম্যাচে আয়ারল্যান্ড জিতলে হয়তো পাকিস্তান সুপার এইটে ওঠার সুযোগ পেত। বৃষ্টির সাহায্য পেয়েছে যুক্তরাষ্ট্র। সুপার এইটের প্রথম ম্যাচে হারলেও ভালো লড়াই করে তারা। আজ তাদের সামনে ক্যারিবীয়রা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় স্বাগতিক দলের জন্য আজকের ম্যাচটা জীবন বাজির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন