চীনে চালু হলো লাক্সারি সিনিয়র হোম

ছবি : নিক্কেই এশিয়া

চীনের নানজিং শহরে প্রথমবারের মতো বয়স্ক নাগরিকদের জন্য লাক্সারি হোম চালু করেছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান কেপেল। সিনডোরা লিভিং ব্র্যান্ডের আওতায় ২০ হাজার বর্গমিটারের আবাসন পরিষেবা চালু করেছে সংস্থাটি। এখানে ৪০০ জন প্রবীণ স্বচ্ছন্দে বসবাস করতে পারবেন। ২০২২ সালে স্থানীয় একটি সিনিয়র হোম অধিগ্রহণ করে কেপেল। এর পরিমার্জন করে নতুন রূপ দিয়েছে। এ সিনিয়র হোমে বিভিন্ন ধরনের সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, নার্সিং, পুনর্বাসন ও ডিমেনশিয়া কেয়ার। এছাড়া অ্যান্টিগ্র্যাভিটি ট্রেড মিল ও এক্সসাইজ পুলসহ ব্যায়ামের অন্যান্য সুবিধা রয়েছে এতে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে ডে-কেয়ার সেবাও দেয়া হচ্ছে। গত মাসের শেষদিকে সিনিয়র হোমটির উদ্বোধন হয়। এ সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেপেলের পক্ষ থেকে বলা হয়, ‘ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা বিশ্বের অনেক অংশে, বিশেষ করে এশিয়ায় মানসম্পন্ন সিনিয়র কেয়ার পরিষেবার চাহিদাকে বাড়িয়ে তুলেছে।’ চীনে বয়স্ক নাগরিকের সংখ্যা ক্রমেই বৃদ্ধির তুলনায় সিনিয়র লিভিং ফ্যাসিলিটিজের পরিমাণ যথেষ্ট কম। কেপেল জানিয়েছে, এ ধরনের কার্যক্রম অন্যান্য অঞ্চলেও বিস্তৃত করতে চায় সংস্থাটি। সিঙ্গাপুর ও অন্যান্য অঞ্চলের পাশাপাশি চীনের বাজারকে গুরুত্বের সঙ্গে দেখছে সিনডোরা লিভিং ব্র্যান্ড। এরই মধ্যে এশিয়ার গণ্ডি পার হয়ে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে কেপেল। খবর ও ছবি নিক্কেই এশিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন