১৮ ঘণ্টা পর খুলে দেয়া হলো বঙ্গবন্ধু টানেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেয়া হয়েছে। আজ সোমবার (২৭ মে) দুপুর ১২টায় টানেল যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। 

গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ১২ ঘন্টা টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত টানেল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় টানেলের উভয়প্রান্তের ৪টি ফ্লাড গেট বন্ধ রাখা হয়। 

টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (টোল অ্যান্ড ট্র্যাফিক) তানভীর রিফাত জানান, রোববার বিকালে ১২ ঘণ্টার জন্য বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক মনে না হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত টানেল বন্ধ রাখা হয়েছিল। সব মিলিয়ে ১৮ ঘন্টা বন্ধ ছিল বঙ্গবন্ধু টানেল। দুপুর ১২টার পর টানেল খুলে দিলে যানবাহন চলাচল স্বভাবিক হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন