চট্টগ্রামে দেয়াল ধসে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ছবি: বণিক বার্তা

চট্টগ্রাম নগরীর বায়োজিদ এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ৯টা দিকে বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। তিনি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, বলেন, সকাল ৯টার পরপর আমাদের কাছে খবর আসে।  আমরা দ্রুত সেখানে গিয়ে সাড়ে নয়টার পরপরই তাকে উদ্ধার করি। উদ্ধারের সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন