মনসান্টোর বিরুদ্ধে ক্যান্সার রোগীর মামলার গল্প নিয়ে সিনেমা

বণিক বার্তা অনলাইন

গ্লেন পাওয়েল, অ্যান্টনি ম্যাকি ও লরা ডের্ন। কোলাজ: ভ্যারাইটি

যুক্তরাষ্ট্রের রাসায়নিক জায়ান্ট মনসান্টোররাউন্ডআপ’-এর পরিচিতি বিশ্বজোড়া তবে আগাছানাক নিয়ে সমালোচনাও কম নয় এর ব্যবহারের সঙ্গে ক্যান্সারের মতো প্রাণঘাতী অসুখের সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে তেমন এক ঘটনা নিয়ে হলিউডে তৈরি হতে যাচ্ছে সিনেমামনসান্টো খবর ভ্যারাইটি

জন লি হ্যানকক পরিচালিত ক্যান্সার ট্রায়াল ড্রামায় অভিনয় করছেন গ্লেন পাওয়েল, অ্যান্টনি ম্যাকি অস্কারজয়ী লরা ডের্ন এরই মধ্যে তারকারা সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন

পরিচালনার পাশাপাশিমনসান্টো গল্প লিখেছেনদ্য ব্লাইন্ড সাইডসেভিং মিস্টার ব্যাঙ্কস’-এর জন্য পরিচিতি জন লি হ্যানকক

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবির মূল চরিত্র ডাউনি লি জনসন কয়েক বছর আগে তিনি অভিযোগ করেন মনসান্টোর রাউন্ডআপ ব্যবহারের কারণে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সে ঘটনা বেশ আলোচনার ঝড় তোলে ওই সময় আদালতের রায়ে বড় অঙ্কের ক্ষতিপূরণও পান ডাউনি লি জনসন তবে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকার কথা বরাবরই অস্বীকার করে এসেছে মনসান্টো

মামলাকে পৌরাণিক ডেভিড বনাম গোলিয়াথের গল্পের সঙ্গে তুলনা করে নির্মাতা জন লি হ্যানকক বলেন, ‘আমার লক্ষ্য হলো স্মার্ট, চিন্তাশীল বাণিজ্যসফল একটি লিগ্যাল ড্রামা উপহার দেয়া, যা একই সঙ্গে একটি মানবিক গল্প তুলে ধরবে

ছবিতে ডাউনি লি জনসন চরিত্রে অভিনয় করবেন অ্যান্টনি ম্যাকিমনসান্টোকে এরিন ব্রাকোভিচ, সিল্কউড, ইটস ওয়ান্ডারফুল লাইফ, স্পটলাইট, টুয়েলভ অ্যাংরি মেন মানিবলের মতো সমালোচক পছন্দের সিনেমার সঙ্গে তুলনা করেন অভিনেতা

মনসান্টো ডাউনি লি জনসনের আইনজীবী চিকিৎসকের চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে গ্লেন পাওয়েল লরা ডের্ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন