রাঙ্গামাটিতে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

ছবি: বণিক বার্তা

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া অংশে বানরটি ছেড়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার, রাঙ্গিপাড়া বিট কর্মকর্তা ওমর ফারুক চৌধুরী ও সেনাবাহিনী লংগদু জোনের প্রতিনিধি দল।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, ‘লংগদু উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে শুক্রবার রাতে অবমুক্ত করা হয়েছে। এ প্রজাতির বানর দিনের বেলায় চোখে দেখতে পারে না। যে কারণে রাতে অবমুক্ত করা হয়েছে।’

গত বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৫টার দিকে লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকার লোকালয়ে লজ্জাবতী বানরটি দেখতে পান স্থানীয়রা। পরে সেনাবাহিনী লংগদু জোনের সদস্যরা বানরটি হেফাজতে নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন