ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তমন্ত্রী

৭ মার্চের আগেই বঙ্গবন্ধু পথনির্দেশ দিয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক

ছবি: (পিআইডি)

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘৭ মার্চের আগেই বঙ্গবন্ধু আমাদের পথনির্দেশনা দিয়েছিলেন। সে পথ ছিল মুক্তির পথ, স্বাধীনতার পথ, শোষণ, বৈষম্যহীন সমাজ গঠনের পথ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথ।’ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘১৯৭০ সালে নির্বাচনী প্রচারের জন্য যখন আমাদের দায়িত্ব দেয়া হয়, তখন আমরা যারা ছাত্রলীগ করেছি, আমাদের বলা হয়েছে—আমরা যেন ছয় দফার পক্ষে কথা বলি, ১১ দফার পক্ষে কথা বলি। সেই সঙ্গে এ কথাও বলা হয়েছে যে, ছয় দফা এবং ১১ দফা বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। ছয় দফা ও ১১ দফা বাস্তবায়ন না হলে কী করতে হবে আমাদের তা-ও বলতে বলা হয়েছে। আমরা সেটা বলেছিলাম। আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছিলাম স্বাধীনতা ও মুক্তির পথে, একটি স্বতন্ত্র অস্তিত্বের পথে। সেটা আমরা করেছিলাম ৭ মার্চের আগেই, কারণ ৭ মার্চের অনেক আগেই বঙ্গবন্ধু আমাদের পথনির্দেশ দিয়েছিলেন।’ 

তিনি বলেন, ‘আমাদের পথ ছিল অসাম্প্রদায়িকতার পথ, গণতন্ত্রের পথ, স্বাধীনতার পথ, আমাদের পথ ছিল শোষণমুক্তির পথ, আমাদের পথ ছিল সব মানুষের জন্য অধিকার সুসংহতের পথ। সে পথে আমরা এখনো চলছি। ছাত্রলীগ তার জন্মলগ্ন থেকে কোনো বিচ্যুতি ছাড়া এ পথে আছে এবং আমরা দৃঢ়ভাবে ছিলাম বলেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যখন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না বললেই চলে, তখনো আমরা বঙ্গবন্ধুর আদর্শের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে সক্ষম হয়েছিলাম।’

এ সময় তিনি আগামী ২৭ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের উন্মুক্ত অধিবেশন শুরু করে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের মাধ্যমে সম্মেলন শেষের ঘোষণা দেন। সবার ঐকান্তিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগকে চাঁদাবাজ, মাদকাসক্ত ও ছিনতাইকারীমুক্ত করা সম্ভব হয়েছে বলে সবার উদ্দেশে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন