পাঁচ জেলায় সড়কে ঝরল আট প্রাণ

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর ও রাঙ্গামাটিতে আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। গাইবান্ধায় ২৫ জনসহ এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

সিরাজগঞ্জ: গতকাল সকালে পাবনা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল একটি পিকআপ। উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকপালিয়ায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় পিকআপ। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হন চালকসহ তিনজন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে অটোরিকশা চালক আব্দুল গফুর (৫৫) মারা যান।

নিহত যাত্রী নজরুল ইসলাম (৪৭) উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং আব্দুল গফুর (৫৫) চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে ট্রলির ধাক্কায় কামাল হোসেন (৪৭) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী-একবরপুর গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে।

টাঙ্গাইল: সখীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবুল আহমেদ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিয়াম (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর-ঢাকা সড়কের বোয়ালী পণ্ডিতবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল টাঙ্গাইল সদর উপজেলার বড়ুহা গ্রামের শামছল হকের ছেলে। তিনি সখীপুরে কাঁচামালের ব্যবসা করতেন।

শেরপুর: জেলার নকলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাইসকা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া। নিহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার রাজা মিয়া (৫৫), নালিতাবাড়ীর গড়েরগাঁও এলাকার জবেদা বেগম (৭৫) ও আবেদা খাতুন (৫০)।

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়িতে বালিবোঝাই ট্রাক পাহাড়ি খাদে পরে সাজ্জাদ হোসেন (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের শ্রমিক শহিদুল ইসলাম (২৫)। গতকাল সকালে চট্টগ্রাম থেকে বাঘাইছড়ি সদরে আসার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি রাবার বাগান গ্রামের মৃত মো. আজাদ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গাইবান্ধা: যাত্রীবাহী বাসের সঙ্গে গম বোঝাই ট্রাকের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার তুলসীঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন