প্রতারণার অর্থ অসহায়দের জন্য খরচ করেননি মিল্টন —ডিবি

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

শিশু ও বৃদ্ধাদের দেখিয়ে সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা অর্থ নিজের ব্যাংক হিসেবে জমা করলেও সেখান থেকে অসহায়দের জন্য কোনো অর্থ মিল্টন সমাদ্দার ব্যয় করেননি। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে গতকাল ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে ব্রিফিং এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তথাকথিত মানবতার ফেরিওয়ালা সেজে বিভিন্ন মানুষকে প্রতারিত করে বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষকে পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে টাকা কামাচ্ছিলেন মিল্টন। এ টাকাগুলো মিল্টনের অ্যাকাউন্টে জমা হলেও অসহায় মানুষের জন্য তিনি খরচ করেননি। তিনি হাসপাতালে না নিয়ে নিজেই চিকিৎসা দিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় মিল্টন স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারের কথা। যেখানে সে এ কাটাছেঁড়া করতেন। সেইসঙ্গে টর্চার সেলের কথাও জানা গেছে। যেখানে সে এসব অসহায় মানুষকে পেটাতেন। মিল্টনকে নিয়ে আরো লোমহর্ষক ঘটনার তথ্য পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে জানানো হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন